ফেনীর পুলিশ সুপার জাহাঙ্গীর সরকারের প্রথম বছরপূর্তি

 

ফেনী প্রতিনিধি :

পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার ফেনীতে যোগদানের আজ ৫মার্চ এক বছর পূর্ন হয়েছে। ২২তম বিসিএস এর এ কর্মকর্তা গত বছরের ৫ মার্চ এদিনে ফেনী জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহন করেন। ইতিপূর্বে তিনি ঢাকা মেট্টোপলিটন পুলিশে কর্মরত ছিলেন। গত এক বছরে তার উল্লেখযোগ্য সাফল্যের মধ্যে রয়েছে মাদকদ্রব্য উদ্ধারে সারাদেশে তৃতীয় স্থান অর্জন করেন।

এ বছরের ১৮ জানুয়ারি পুলিশ সপ্তাহে তিনি ইন্সপেক্টর অব পুলিশ পদক অর্জন করেন। গতবছর রোহিঙ্গাদের নিয়ে গান গেয়ে বেশ প্রশংসা কুঁড়িয়েছেন। এছাড়া সংগীতে বিশেষ অবদানের জন্য ১২ নভেম্বর জাতীয় যুব দিবস উপলক্ষে যুব সম্মাননা লাভ করেন।

জাহাঙ্গীর আলম সরকার বাংলাদেশ টেলিভিশনের প্রথম শ্রেনীর তালিকাভুক্ত শিল্পী। গ্রামের বাড়ী পাবনা জেলার ফরিদপুর উপজেলায়। ব্যক্তিগত জীবনে তিনি ১ পুত্র ও ১ কন্যা সন্তানের জনক।

 

সোমবার দিনব্যাপী এসপিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন, পুলিশ কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সভাপতি সম্পাদকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *