সোনাগাজী প্রতিনিধি :
ফেনীর সোনাগাজী উপজেলার বীর মুক্তিযোদ্ধা সাহাব উদ্দিন স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত পর্বের খেলা অনুৃষ্ঠিত হয়েছে। সোনাগাজী বাইকার্স ১ -০ গোলে বাখরিয়া দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
মঙ্গলবার বিকালে সুলাখালী উম্মুক্ত মাঠে অনুৃষ্ঠিত উক্ত খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন লেঃ জেনারেল (অবঃ) মাসুদ উদ্দিন চৌধুরী।
পুরস্কার বিতরন অনুষ্ঠানে মতিগঞ্জ ইউপি চেয়ারম্যান রবিউজ্জামান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অাজিজুল হক হিরন, জেলা পরিষদ সদস্য ফারুক হোসেন, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অবঃ) মো. ছাদেক, মতিগঞ্জ ইউনিয়ন অা’লীগের সভাপতি মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন, মতিগঞ্জ ইউনিয়ন যুবলীগ সভাপতি এম হোসেন টিপু, সাধারন সম্পাদক শাহাদাত হোসেন, যুবলীগ নেতা বিদ্যুত মহাজন, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ইফতেখার হোসেন।
টুর্নামেন্টের অায়োজন করেন সুলাখালী উত্তরণ ক্রীড়া সংঘ।
সম্পাদনা/ সৈয়দ মনির।