ফেনী প্রতিনিধি : ফেনীর সোনাগাজী উপজেলার গুরুত্বপূর্ন কয়েকটি বাজারে শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকান্ডের প্রচারপত্র বিতরণ করেন কেন্দ্রীয় অা’লীগ নেতা জহির উদ্দিন মাহমুদ লিপটন।
সোমবার বক্তারমুন্সি কাঁচা বাজারে সাধারন ব্যাবসায়ী ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১২ জানুয়ারীর ভাষণের কপি ও সোনাগাজী – দাগনভূইয়ায় বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ডের প্রচার পত্র বিতরণ করেন তিনি।
তিনি বর্তমান সরকারের চলমান উন্নয়ন প্রকল্প গুলো সম্পন্ন করতে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনীত প্রার্থীকে নৌকায় ভোট দেয়ার অনুরোধ জানান।
তিনি জানান, দেশরত্ন শেখ হাসিনা সরকারের উন্নয়নের চিত্র জনগনের মাঝে তুলে ধরার চেষ্টা করছেন। জাতীয় পর্যায়ের অনেক উন্নয়ন হলেও জনগন সঠিক ভাবে তা জানতে পারেনি। তৃনমূল পর্যায়েও প্রচুর হয়েছে, গ্রামাঞ্চলে ঘুরে এর বাস্তব চিত্র দেখা গেছে।
এসময় মঙ্গলকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জসিম উদ্দিন বাহার, ঢাকাস্থ বশিষ্ট ব্যাবসায়ী ও আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম মিজান, চরদরবেশ ইউনিয়ন যুবলীগের সভাপতি গোলাম সারোয়ার দুলাল, নবাবপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ফজলুল হক, ইউপি সদস্য অাবুল হোসেন প্রমূখ।