সাংবাদিকের আইডি সহ বিশিষ্ট ব্যক্তিদের ফেসবুক আইডি হ্যাক

 

এস,এম,ওয়াহিদুল ইসলাম, সুনামগঞ্জ থেকেঃ প্রযুক্তির উৎকর্ষে এবং এন্ড্রোয়েড ও স্মার্ট ফোনের সহজ লভ্যতা সোশ্যাল মিডিয়াতে পৃথিবীজুড়ে জড়িত কোটি-কোটি মানুষ। মূলধারার গণমাধ্যম অনেকাংশে ক্ষমতাসীন সরকারের আজ্ঞাবহ! কেউবা চাপে পড়ে সরকারের দেওয়া রেড লাইন অতিক্রম করতে পারেনা! সংগত কারণে বিকল্প মিডিয়া, অনলাইন নিউজ পোর্টাল, টুইটার, ইন্সটগ্রাম, ফেসবুক এর মত সহজ লভ্য বিকল্প মিয়াতে সম্পৃক্ত হচ্ছে শিক্ষিত হতে অক্ষরজ্ঞান সম্পন্ন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। মার্কজুকারবার্গ এর অনবদ্য সৃষ্টি ফেসবুক হল ব্যক্তি থেকে ব্যক্তির সাথে সামাজিক যোগাযোগের শক্তিশালী মাধ্যম। নিম্ন মধ্যম আয়ের বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা মোট মোবাইল ফোন ব্যবহারকারীর প্রায় অর্ধেকের উপরে। সুন্দর এই সামাজিক যোগাযোগ মাধ্যমকে ঘিরে কিছু অসাধু চক্র তাদের মেধা সৃজনশীলতার প্রতিকূলে ব্যবহার করছে! গুপ্তচর বৃদ্ধিতে, অন্যের তথ্য হাতিয়ে নিতে, সামরিক ও বেসামরিক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে এমনকি ব্যাংক ডাকাতিতে ও হ্যাকারদের কালো থাবা সম্প্রসারিত হয়েছে। কোথাও রাষ্ট্রীয় মদদে কোথাও আবার সংঘবদ্ধ অপরাধী চক্র বা একক ব্যক্তির নোংরামোর বলি হচ্ছে ব্যক্তি বা প্রতিষ্ঠান।

তেমনি কেউ শত্রুতা মূলক কেউবা খেলারছলে নষ্ট করছে অন্যজনের অতিপ্রয়োজনীয় সুন্দর ফেসবুক আইডি!

যা অত্যান্ত দুঃখজনক বৈকি?

গত দিন ধরে একেএকে সুনামগঞ্জে অনেক জনপ্রিয় ফেসবুক আইডি হ্যাকারদের বিষাক্ত কালো থাবায় নষ্ট হচ্ছে!

তন্মধ্যে উল্লেখ যোগ্য দক্ষিণ সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাব সেক্রেটারি সাংবাদিক মোঃ নাঈম তালুকদার এর আইডি হ্যাকড ও দিরাই সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় সিনিয়র ব্যক্তি জনাব আব্দুল জাহির এর আইডির লিংক ব্যবহার করে ভাইরাস ছড়িয়ে ম্যাসেঞ্জারে চমকপ্রদ শিরোনামে পাঠানো বার্তা খুললেই ব্যবহারকারীর আইডি হ্যাক হচ্ছে জানিয়ে নিজ ওয়ালে পোস্ট করেছেন জনাব আব্দুল জাহির।

আমার ইনবক্সে এমন অভিযোগ আসছে একাধিক। আমরা শিক্ষিত বর্ণচোরা হ্যাকারদের জঘন্য নোংরা কার্যকলাপের নিন্দা জানাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *