গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য (এমপি) মঞ্জুরুল ইসলাম লিটন হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ১০ জনকে আটক করেছে পুলিশ।
শনিবার (৩১ ডিসেম্বর) দিনগত রাত থেকে রোববার সকাল পর্যন্ত সুন্দরগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তবে মামলার তদন্তের স্বার্থে কারও নাম-পরিচয় জানায়নি পুলিশ।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।