বাংলার দদর্পন অান্তর্জাতিক ডেস্কঃ
সন্তানের কাছে মায়ের মর্যাদা অনেক উঁচুতে। সব ধর্মেই এটা বলা হয় । তা কোমলমতি স্কুল শিশুদের বুঝাতে ব্যতিক্রম ধর্মী এক আয়োজন করে ইন্দোনেশিয়ার একটি স্কুল ।
ব্যতিক্রমধর্মী এক অনুষ্ঠানের আয়োজন করা হয় Mother’s Day 2016 উপলক্ষে। আয়োজনের উদ্দেশ্য ছিল, ইসলামের দৃষ্টিতে মায়ের মর্যাদা অবহিতকরণ । এতে স্কুল ছাত্রদের স্ব-স্ব মায়ের পা ধুয়ে দিতে বলা হয় ।
স্কুলের সব মায়েদের ওই আয়োজনে আমন্ত্রণ জানানো হয়।
সন্তানরা তাদের নিজ নিজ মায়ের পা পানি দিয়ে ধুয়ে দেয় এবং স্মরণ করে যে ” মায়ের পায়ের নীচে সন্তানের জান্নাত।