বিশ্বনবী (দঃ)’র সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি -অধ্যক্ষ ছৈয়্যদ মুনির উল্লাহ্

 

মোঃআলাউদ্দীন ;

 

কাগতিয়া দরবারের প্রতিষ্ঠাতা খলিলুল্লাহ আওলাদে মোস্তফা খলিফায়ে রাসূল হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আন্হু তাঁর আধ্যাত্মিক কর্মকান্ড, সংস্কারমূলক জীবনাদর্শ, সুন্নীয়ত প্রচার ও যুব সংস্কারে গাউছিয়্যতময় সংগ্রামী জীবনের কারণে মুসলিম বিশ্বের কাছে স্মরণীয় হয়ে থাকবেন। তাঁর রেখে যাওয়া আদর্শ মুসলিম বিশ্ব অনুসরণ করলেই ইসলামের হারানো ঐতিহ্য ফিরে আসবে। রূহানী শক্তি দিয়ে সুন্নীয়ত প্রতিষ্ঠার ক্ষেত্রে তিনি এক যুগশ্রেষ্ঠ মডেল। বর্তমানের মত মুসলমানদের ক্রান্তিকালে এমন মনীষীর সোনালী জীবনাদর্শ তাদেরকে অত্যাচারিত, নিপীড়িত ও নির্যাতিত অবস্থা থেকে শান্তির পথ দেখাবে। তাই যাবতীয় ভুল বুঝাবুঝি বাদ দিয়ে সকলে তাঁর আদর্শের পথে ফিরে আসুন।

গতকাল ৮ জানুয়ারি সোমবার চট্টগ্রাম রাউজান বড়ঠাকুরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পূর্বগুজরা উচ্চ বিদ্যালয় ময়দানে এশায়াত মাহফিলে হাজারো নবীপ্রেমিক মুসলমানের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মহান মোর্শেদ আওলাদে রাসূল হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মুহাম্মদ মুনির উল্লাহ্ আহমদী মাদ্দাজিল্লুহুল আলী এসব কথা বলেন।

পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দঃ), ফাতেহায়ে ইয়াজদাহুম উদযাপন ও কাগতিয়া দরবারের প্রতিষ্ঠাতা খলিলুল্লাহ আওলাদে মোস্তফা খলিফায়ে রাসূল হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম (রাঃ)’র স্মরণে আয়োজিত এ মাহফিলের আয়োজন করে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ৬নং বড়ঠাকুরপাড়া শাখা ।

১০ নং পূর্বগুজরা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দীন আহমেদের সভাপতিত্বে মাহফিলে বক্তব্য রাখেন কাগতিয়া এশাতুল উলুম কামিল এম. এ. মাদরাসার মুহাদ্দিস আল্লামা কাজী মুহাম্মদ আনোয়ারুল আলম ছিদ্দিকী, মাওলানা মুহাম্মদ শাহজাহান নোমান, মাওলানা আব্দুস ছালাম, মাওলানা মাহবুবুল আলম প্রমুখ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ১০নং পূর্বগুজরা ইউপি সদস্য মুহাম্মদ ইলিয়াছ, বড়ঠাকুরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সাংবাদিক তৈয়ব চৌধুরী, সাংবাদিক রমজান আলী, আল্লামা সেকান্দর আলী, আলহাজ্ব আমিনুল হক (বি.কম), আলহাজ্ব মাষ্টার মুহাম্মদ রমজান আলী, মাওলানা বেলাল উদ্দিন, মাওলানা কাজী সাইফুর রহমান নিজামী প্রমুখ।

মাহফিলে এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তি, আলেম, শিক্ষাবিদ, ব্যবসায়ী, ছাত্র ছাড়াও সর্বস্তরের নবীপ্রেমিক হাজার হাজার মুসলমান উপস্থিত ছিলেন। মিলাদ ও কিয়াম শেষে প্রধান অতিথি দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহ্র ঐক্য, সুখ, শান্তি ও সমৃদ্ধি এবং কাগতিয়া দরবারের প্রতিষ্ঠাতা গাউছুল আজম (রাঃ)’র ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *