গফরগাঁওয়ে অন্যকে মিথ্যা অপহরণ মামলায় ফাঁসাতে গিয়ে নিজেই পুলিশের হাতে আটক

 

এস.এ. রুহুল আমিন, ময়মনসিংহ:

ময়মনসিংহের গফরগাঁওয়ে রিটন মিয়া(৩৫) নামে এক ব্যক্তি অন্য একজনকে  মিথ্য্ অপহরণ মামলায় ফাঁসাতে গিয়ে এবার নিজেই  পুলিশের হাতে ধরা পড়েছে। গত শনিবার রাতে পুুলিশ মোবাইল টেকিংয়ের মাধ্যমে গফরগাঁও রেলষ্টেশন থেকে রিটন মিয়াকে আটক করে থানা হেফাজতে নেয়।

 

জানা যায়, নেত্রকোনা জেলার দেদুকোন গ্রামের মোহাম্মদ সুরুজ মিয়ার ছেলে রিটন মিয়া গফরগাঁও ইসলামিয়া সরকারি হাইস্কুলের কর্র্মচারী হুমায়ুন কবিরের মাছের ফিসারীতে কাজ করতো।গত ২৪ নভেম্বর রিটন মিয়া অজ্ঞাত স্থান থেকে তার স্ত্রী নায়িমা আক্তারকে মোবাইল ফোনে জানায় ফিসারী মালিক হুমায়ুন কবিরের লোকজন আমাকে অপহরণ করেছে এবং তারা ১লাখ ৮০হাজার টাকা মুক্তিপণ দাবী করছে। এ ব্যাপারে রিটন মিয়ার স্ত্রী নায়িমা আক্তার ২৫ নভেম্বর গফরগাঁও থানায় একটি মিথ্যা অপহরণের অভিযোগ দায়ের করেন।

 

গফরগাঁও থানা পুলিশ  তথ্য প্রযুক্তির সহায়তায় রিটন মিয়ার ব্যবহৃত মোবাইল টেকিং করে ৩ ডিসেম্বর শনিবার রাতে গফরগাঁও রেলওয়ে ষ্টেশন থেকে রিটন মিয়াকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। হুমায়ুন কবির বলেন, রিটন আমাকে হয়রানী করার জন্য মিথ্যে অপহরণ নাটক সাজিয়েছে।

 

গফরগাঁও থানার অফিসার ইনচার্র্জ আব্দুুল আহাদ খান বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় রিটনের অবস্থান নিশ্চিত করা হয়।প্রাথমিক ভাবে মনে হচ্ছে রিটন অত্যন্ত ধুরন্দর প্রকৃতির লোক। প্রকৃত সত্য উদ্ঘাটনের জন্য পুুলিশ হেফাজতে তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *