মোহাম্মদ ইকবাল হোসাঈন : সোনাগাজীর ভূঞা বাজার কে. আলম ইসলামী একাডেমীর বার্ষিক পুরষ্কার বিতরণ ও সুধী সমাবেশ আজ ২৯শে নভেম্বর সকাল ১০টায় অনুষ্ঠিত হয়েছে।
তাকিয়া বাজার আলতাফ ইসলামি একাডেমীর অধ্যক্ষ অধ্যাপক মোঃ ইউনুসের সভাপতিত্বে ও শফিকুল ইসলাম টুইংকেল এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার মোসাম্মৎ আনজুমান আরা বেগম। তিনি বলেন, স্কুলের উন্নয়নমূলক কাজে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা থাকবে।
বিশেষ অতিথি ছিলেন, চরচান্দিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন মিলন, বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক চাষী, স্কুলের পরিচালক মোঃ বেলায়েত হোসেন।
কোরআন তেলওয়াত, ও স্কুল ছাত্র ছাত্রীদের শিক্ষণীয় প্রদর্শনীর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
বিশেষ অতিথির বক্তব্যে মোশাররফ হোসেন মিলন বলেন, স্কুলের ছাত্র ছাত্রীদের দাবির প্রেক্ষিতে ইউনিয়ন পরিষদের তহবিল থেকে বিদ্যালয়ের মাঠ ভরাট করে দেয়া হবে।
অনুষ্ঠানে সাংবাদিক, অভিভাবক, স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ ও শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।