চট্টগ্রাম ব্যুরো :
২৯ নভেম্বর বুধবার সকালে চট্টগ্রাম মহানগরীর দামপাড়া রয়েল গার্ডেন কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম এম ই এস কলেজের সাবেক ভি পি মহিম উদ্দিন ১৩ তম সাদাৎ বার্ষিকী ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি এম আর আজিম সঞ্চালনায় ও চট্টগ্রাম এম ই এস কলেজের সাবেক জি,এস, বর্তমানে সি ডি এ বোর্ড মেম্বার কে বি এম ছালাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সাবেক সভাপতি লেয়াকত সিকদার, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সভাপতি শাহাজাদা মহিউদ্দিন, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ আড়াই হাজার থেকে নির্বাচিত সংসদ সদস্য নজুরুল ইসলাম বাবু।
সভায় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ নেতা মশিউর রহমান,চন্দন ধর, দক্ষিণ জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মুফিজুর রহমান, যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর সহ চট্টগ্রাম মহানগরীর ও বিভিন্ন কলেজের ছাত্র নেতৃবৃন্দ, উল্লেখ্য যে,২০০৪ সালের ২৯নভেম্বর এম ই এস কলেজের তৎকালীন ভি পি মহিম উদ্দিন RAB এর হাতে নিহত হন।
সভায় বক্তারা মহিম উদ্দিন হত্যকান্ড কে ষড়যন্ত্র মুলক বিচার বহির্ভূত হত্য বলে দাবী করেন।বক্তারা আরো বলেন মহিম কে হত্য করে ছাত্রলীগ ও মহিমের পরিবারে অপুরণীয় ক্ষতি করা হয়।তারপরও মহিমের আত্মত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে বর্তমানে ছাত্রলীগ আরো সুশৃঙ্খল ও শক্তি শালী হয়ে পুনর্গঠিত। একই স্থানে মহিমউদ্দীন শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মেজবানেরও অায়োজন করা হয়