সৌদিতে একশ’ বিলিয়ন ডলার দুর্নীতির সন্ধান এখন পর্যন্ত আটক ২০১ – বাংলারদর্পন

 

বাংলারদর্পন।।

সৌদি আরবে দুর্নীতির বিরুদ্ধে শুদ্ধি অভিযান চলাকালে নতুন তথ্য দিয়েছে দেশটির সরকার। গতকাল বৃহস্পতিবার সৌদি অ্যাটর্নি জেনারেল শেখ সউদ আল মোজেব জানিয়েছেন, সাম্প্রতিক বছরগুলোয় সেখানে কমপক্ষে একশ’ বিলিয়ন ডলার তছরুপ ও দুর্নীতির মাধ্যমে অপব্যবহার হয়েছে। এই দুর্নীতি সৌদি আরবের অর্থনীতিতে ক্ষতিকর প্রভাব ফেলেছে।

 

দেশটিতে দুর্নীতি দমন কমিটি গঠনের পর গত শনিবার রাত থেকে শুরু হওয়া বিশেষ অভিযানে জিজ্ঞাসাবাদের জন্য ২০১ জনকে আটক করা হয়। এদের মধ্যে বেশ কয়েকজন প্রভাবশালী প্রিন্স, মন্ত্রী ও ব্যবসায়ীও রয়েছেন। শেখ মোজেব বলেন, বিপুল অর্থের দুর্নীতির ক্ষেত্রে পাওয়া প্রমাণ খুবই শক্তিশালী। দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে এসব ঘটনায় সৌদি রাজতন্ত্রের ব্যবসায়িক কার্যক্রমে কোনো প্রভাব পড়বে না। নবগঠিত দুর্নীতি দমন কমিটি এসব দুর্নীতি ও অপব্যবহারের তদন্ত করছে। তারা দ্রুত প্রতিবেদন জমা দেবে। ওই কমিটিপ্রধান ৩২ বছরের যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

টার্গেটে সাবেক যুবরাজ নায়েফও :দুর্নীতিবিরোধী অভিযানে এরইমধ্যে টার্গেট সাবেক যুবরাজ মোহাম্মদ বিন নায়েফকেও করা হয়েছে। তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। তবে তাকে গ্রেফতার করা হয়েছে কি-না, তা জানা যায়নি।

আগের দিন ১২ হাজার ব্যাংক হিসাব জব্দ করে সৌদি কর্তৃপক্ষ। গত জুনে ভ্রাতুষ্পুত্র নায়েফকে বাদ দিয়েই নিজের ছেলে মোহাম্মদ বিন সালমানকে যুবরাজ করেন বাদশাহ সালমান। এদিকে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) অভিযোগ করেছে, যুবরাজ মোহাম্মদের ক্ষমতা সুসংহত করতেই সৌদি আরবে ধরপাকড় চলছে।

 

সুত্র-  খবর বিবিসি ও আলজাজিরার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *