নিজস্ব প্রতিবেদকঃ রাজস্ব নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ‘এনবিআর সেরা রিপোর্টার অ্যাওয়ার্ড-২০১৭’ পেলেন ১৩ জন সাংবাদিক। এর মধ্যে অনলাইন মিডিয়ায় ৩ জন, ইলেকট্রনিক মিডিয়ায় ৩ জন, নারী ক্যাটাগরিতে (প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া) ৩ জন, প্রিন্ট মিডিয়ায় ৪ জন সাংবাদিককে এই পুরস্কার দেয়া হয়েছে।
বুধবার মেলা প্রাঙ্গণেই এ পুরস্কার দেয়া হয়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেন।
প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা হলেন- দৈনিক মানবকণ্ঠ পত্রিকার বিজনেস এডিটর সৈয়দ শাহনেওয়াজ করিম, দৈনিক সমকালের বিশেষ প্রতিনিধি আবু কাওসার, দৈনিক নিউ এজ পত্রিকার সিনিয়র রিপোর্টার মোহাম্মদ জসীম উদ্দিন, দৈনিক বণিকবার্তার সিনিয়র রিপোর্টার আব্বাস উদ্দিন নয়ন।
অনলাইন মিডিয়ার সাংবাদিকরা হলেন- অর্থসূচক ডটকমের সিনিয়র রিপোর্টার রহমত রহমান, রাইজিংবিডি ডটকমের সিনিয়র রিপোর্টার এম এ রহমান (মাসুম), পরিবর্তন ডটকমের সিনিয়র রিপোর্টার ফরিদ আহমেদ। নারী ক্যাটাগরিতে পাচ্ছেন দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের বিশেষ প্রতিনিধি দৌলত আকতার মালা, দৈনিক কালেরকণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার ফারজানা রশিদ লাবনী ও ৭১ টেলিভিশনের শামীমা আক্তার দোলা।
পুরস্কার প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় শামীমা দোলা সংবাদ প্রতিদিন বিডি কে বলেন, ‘রাজস্ব আহরণে এনবিআর এর কর্ম কৌশলে আগের চেয়ে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। কর আদায়কারী আর করদাতা এখন অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করছে। সেদিক থেকে মিডিয়া একটি গুরুত্বপুর্ণ পার্টনার। এটিই অনুধাবন করে প্রথমবারের মতো রিপোর্টার অ্যাওয়ার্ড চালু করেছে এনবিআর। এটি নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। যেকোন স্বীকৃতিই দারুন ব্যাপার। খুবই অনুপ্রাণিত বোধ করছি, সেই সাথে দায়িত্ববোধও বেড়ে গেছে।’
এছাড়াও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকরা হলেন- চ্যনেল ২৪ এর বিজনেস এডিটর ফারুক মেহেদী, চ্যানেল আইয়ের সিনিয়র রিপোর্টার রিজভী নেওয়াজ, সময় টিভির সিনিয়র রিপোর্টার সাজেদুল ইসলাম।