এ বাসার(চঞ্চল),নওগাঁ প্রতিনিধি:-নওগাঁর রাণীনগরে গোনা ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের ফার্মাসিষ্ট মো: সেলিম হোসেন (৩২) কে হেরোইন সহ গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার বিকেলে রাণীনগর থানাপুলিশের মাদক বিরোধী অভিযান চলাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে এসআই তরিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার কুবরাতলী নামক স্থানে অভিযান চালিয়ে ১০ গ্রাম হেরোইন, মাদক বিক্রয়ের সাড়ে ১৬ হাজার টাকা, একটি টিভিএস মটরসাকেল ও একটি মোবাইল সেট সহ গোনা ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের ফার্মাসিষ্ট কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিম হোসেনকে গ্রেপ্তার করে। এব্যাপারে রাণীনগর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে পুলিশ বাদি হয়ে একটি মামলা দায়ের করে সোমবার দুপুরে তাকে জেল হাজতে প্রেরণ করে। গ্রেপ্তারকৃত সেলিম নওগাঁ জেলার আত্রাই উপজেলার হাতিয়াপাড়া গ্রামের মো: জাকির হোসেনের ছেলে।
রাণীনগর থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, গ্রেপ্তারকৃত সেলিম চাকুরির অন্তরালে দীর্ঘদিন ধরে তার কর্মস্থলে বসে বিভিন্ন কায়দাই মাদক ব্যবসা করে আসছে। পুলিশ বেশ কয়েকবার গ্রেপ্তারের চেষ্টা করলেও চতুরতার কারণে সে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলেও রবিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ১০ গ্রাম হেরোইন সহ তাকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।