ঝিনাইদহে জেল হত্যা দিবস পালিত – বাংলারদর্পন

 

মোস্তাফিজুর রহমান উজ্জল, ঝিনাইদহ :

বিনম্র শ্রদ্ধায় ঝিনাইদহে জেলা হত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ০৩.১১.২০১৭ ইং শুক্রবার সকালে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়।

সকাল ১০ টার দিকে সেখান থেকে একটি শোক র‌্যালী বের করা হয়। র‌্যালটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে প্রেরণা একাত্তর চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে সাবেক প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এমপি, সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু বক্তব্য রাখেন।

 

এসময় জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. আব্দুল ওয়াহেদ জোয়ার্দ্দার, এ্যাড. আব্দুর রশিদ, যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাড. আক্কাস উদ্দিন, মাসুদ আহম্মেদ সঞ্জু, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল ইসলাম ফোটন, অশোক ধর, এম হাকিম, দপ্তর সম্পাদক আছাদুজ্জামান আছাদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও জজ কোর্টের পিপি এ্যাড. ইসমাইল হোসেন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক একরামুল হক লিকু, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এ্যাড. বিকাশ কুমার ঘোষ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সামাদসহ আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ সহ অংগসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও দিবসটি উপলক্ষে বিকেলে আলোচনা সভারও আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *