আব্দুর রহিম,খাগড়াছড়ি :
গুইমারা উপজেলায় আজ শুক্রবার বিকেল ৪.০০ টায় গুইমারার সদর ১ নং ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গুইমারা উপজেলা যুবদল সাধারণ সম্পাদক সালমান হোসেন ও উপজেলা ছাত্রদল সভাপতি মো. সাইফুল ইসলাম সোহাগের সঞ্চালনায় আজ বিকেল ৪.০০টায় গুইমারায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে মুখরিত হয়ে উঠে অনুষ্ঠানটি।
সভায় প্রধান অতিথির বক্তব্যে গুইমারা উপজেলা বিএনপির সভাপতি মো.ইউচুপ বলেন,
বাংলাদেশ জাতীয়তাবাদি দল (বিএনপি) ও তার সকল অঙ্গ সংগঠন, আমরা সবাই একই মায়ের অভিন্ন সন্তান।
দলের দূর্দিনে অতিতেও যেমন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে বর্তমান অগনতান্ত্রিক শৈরচারী শাসকের বিরুদ্ধে লড়েছি ভবিষ্যৎতেও একই ভাবে সরকারের সকল ষড়যন্ত্রকে রুখে দিয়ে আমাদের মাননীয় নেত্রী বেগম জিয়ার হাতকে আরও শক্তিশালী করে তুলবো।
বিশেষ অতিথির বক্তব্যে গুইমারা উপজেলা ছাত্রদল সভাপতি সাইফুল ইসলাম সোহাগ বলেন, অন্ধকার কখনো চিরস্থায়ী হয়না, রাতের পর যেমন দিন আসে তেমনি ক্ষমতারও পালাবদল হবে।
এদেশের মানুষের উপর হত্যা গুম খুনেরমত জুলুম করে এদেশের মানুষকে দমিয়ে রাখা যাবেনা।
এ জাতি বীরের জাতি, ১৯৭১ সালে পাকিস্থানি হানাদাররা এমন হাজারো জুলুম নির্যাতন করেও পারপায়নি। বাঙ্গালী ঠিকই তাদের সকল অত্যাচারের দাঁত ভাঙ্গা জবাব দিয়ে এ দেশের স্বাধিনতা ছিনিয়ে এনেছিল।
সেদিন আর বেশি দূরে নয়, সকল অত্যাচার জুলুমের দাঁতভাঙ্গা জবাব দিয়ে, এদেশের মানুষ আবার বেগম খালেদা জিয়ার স্নেহের ছায়াতলে দাঁড়াবে।
এসময় বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সাধারন সম্পাদক শেখ ইব্রাহিম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, জনাব,আওলাদ হোসেন বাদলসহ আরো অনেক নেতাকর্মী।
এতে সভাপতিত্ব করেন, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃজাহাঙ্গীর আলম।