ফেনী প্রতিনিধি :
সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের মহদিয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাখাওয়াত হোসেন শাকিল (১৭) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, ১ নভেম্বর বুধবার সকালে সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের মহদীয়া গ্রামে পোল্ট্রি ফার্মে বিদ্যুৎ তারে স্পৃষ্ট হয়ে শাকিল ঘটনাস্থলে নিহত হয়।
নিহত শাকিল নবাবপুর ইউনিয়নের মহদীয়া গ্রামের হোসেন আহম্মদ সওদাগর বাড়ির রবিউল হকের পুত্র ও ধলিয়া সালামতিয়া আলিম মাদ্রাসার একাদশ শ্রেণীর ছাত্র।