সম্পদের তথ্য গোপন: দুদকের সহকারী পরিচালক বরখাস্ত

 

বাংলারদর্পন ডেস্কঃ  : ২৪ অক্টোবর ২০১৭।

সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) রাজশাহী জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলামকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার দুদকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. মো. নাসির উদ্দিনের স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে ২০০৮ সালের ৪৩(১) বিধি অনুযায়ী দুর্নীতি দমন কমিশন (কর্মচারী) চাকরি বিধিমালা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এ বিষয়ে দুদকের মহাপরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরী বলেন,সাময়িক বরখাস্তের পাশাপাশি সাধারণ নাগরিককে যেভাবে আইনের মুখোমুখি হতে হয় বরখাস্ত হওয়া কর্মকর্তার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না।

দুদকের অফিস আদেশে বলা হয়, আমিরুল ইসলাম ২০১৬-১৭ অর্থবছরে তার আয়কর বিবরণীতে গচ্ছিত অর্থের পরিমাণ শূন্য দেখিয়েছেন। কিন্তু তার বিরুদ্ধে অনুসন্ধানকালে ১২ লাখ ৮৬ হাজার ৮৪৪ টাকার অপ্রদর্শিত অর্থ পাওয়া যায়। যা তার নথিতে গোপন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *