রোহিঙ্গা ঠেকাতে ফেনীর মহাসড়কে পুলিশের চেকপোষ্ট

 

ফেনী প্রতিনিধি : : মিয়ানমারের রাখাইনে নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের ছড়িয়ে পড়া ঠেকাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের বিসিক রাস্তার মাথা সংলগ্ন স্থানে চেকপোষ্ট স্থাপন করা হয়েছে। এ ক্যাম্পে দায়িত্বরত পুলিশ সদস্যরা কক্সবাজার-চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী গাড়ী তল্লাশী অব্যাহত রেখেছে।

পুলিশ সূত্র জানায়, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী দেশের বিভিন্ন জেলায় রোহিঙ্গা ছড়িয়ে পড়তে না পারে সেজন্য পুলিশকে সতর্ক থাকার নির্দেশনা দেয়া হয়েছে। এর অংশ হিসেবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিসিক রাস্তার মাথায় ক্যাম্প স্থাপন করা হয়েছে।

সোমবার বিকালে পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার ক্যাম্পটি পরিদর্শন করেন। এসময় তিনি নিজেই ঢাকাগামী কয়েকটি যাত্রীবাহী বাস তল্লাশী করেন এবং যাত্রীদের সাথে কথা বলে খোঁজখবর নেন। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) উক্য সিং, ট্রাফিক ইন্সপেক্টর মীর গোলাম ফারুক, গোয়েন্দা পুলিশের ওসি আহম্মেদ নাসির উদ্দিন মোহাম্মদ, ডিআইও ওয়ান মো: শাহীনুজ্জামান, ফেনী মডেল থানার ওসি (তদন্ত) মো: শহীদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার জানান, রোহিঙ্গারা যেন ফেনীর উপর দিয়ে সারাদেশে ছড়িয়ে পড়া ঠেকাতে এ ক্যাম্প স্থাপন করা হয়েছে। ফেনী মডেল থানা পুলিশ, গোয়েন্দা পুলিশ ও ট্রাফিক পুলিশের সমন্বয়ে প্রতিদিন তিনটি টিম দায়িত্ব পালন করবে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত ক্যাম্পের কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি আরো জানান, গাড়ীতে যারা যাত্রী তাদের মধ্যে সচেতনতা তৈরী হবে। এ দেশের যারা এ ব্যাপারে রোহিঙ্গাদের সহযোগীতা করবে বা দালাল চক্র তাদের ভিতর এক ধরনের আতংক তৈরি হবে।

জেলা ট্রাফিক ইন্সপেক্টর মীর গোলাম ফারুক জানান, ফেনী জেলা পুলিশ দুটি চেকপোস্ট স্থাপন করেছে। এর একটি লালপোল ও অপরটি বিসিক রাস্তার মাথায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *