মোহাম্মদ ইকবাল হোসাঈনঃ ক্রীড়া ও সামাজিক সংগঠন শাহাপুর মুনষ্টার ক্রীড়া ও সমাজ কল্যাণ সংঘ আয়োজিত ফুটবল টুর্নামেন্টে মুন ও ষ্টার দলের ফাইনাল (১২ তম) আজ শুক্রবার বিকেলে শাহাপুর মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়।
ক্লাবের জুনিয়র দুই দল মুন ও ষ্টার দলের মধ্যে ফাইনাল খেলায় মুন দল ৩-১ জয়ী হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রামের আয়কর আইনজীবি ও ক্লাবের উপদেষ্টা শাহীন দিল নেওয়াজ খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনাগাজী উপজেলা সাহিত্য ফোরামের সভাপতি ডাঃ গাজী মোঃ হানিফ, ফোরামের আান্তর্জাতিক বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম টিপু, বাংলার দর্পনের নিজস্ব প্রতিনিধি লেখক মোহাম্মদ ইকবাল হোসাঈন, লায়ন স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার আলী, আাল আমিন ক্রীড়া ও সমাজ কল্যাণ সংঘের সভাপতি সৈয়দ মোঃ পারভেজ, সুজাপুর কৃষ্ণচূড়া ক্রীড়া সংঘের সাধারণ সম্পাদক মাসুদ, ক্রীড়া সম্পাদক আরমান, চয়েজ স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা আমির হোসেন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি নুরুল হুদা সায়েম।
মুন ও ষ্টার দলের মধ্যে প্রতি মাসে ১টি করে খেলা অনুষ্ঠিত হওয়ার পর আজ চূড়ান্ত ম্যাচ অনুষ্ঠিত হয়।