ফেনী প্রতিনিধি :ফেনীর সোনাগাজী উপজেলার ঐতিহ্যবাহী ওলামাবাজার হাজাী সেকান্তর মিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের ডিজিটাল ” ই-পরিচয় পত্র ” প্রদান করা হয়েছে।
বৃহষ্পতিবার সকালে পরিচয় পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, ঢাকা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট এর সাধারন সম্পাদক ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির শিক্ষানুরাগী সদস্য অামিনুর রশিদ চৌধুরী মাসুদ।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সলিম উল্যাহ সেলিমের সভাপতিত্বে অারো উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অাবুল কাশেম বাবুল, শিক্ষানুরাগী সদস্য সৈয়দ দীন মোহাম্মদ, অভিভাবক সদস্য নেয়ামত উল্যাহ, অাবু বক্কর সিদ্দিক মিন্টু ও অাবুল হাশেম।
সভাপতি তার বক্তব্যে বলেন, এটি শুধু পরিচয় পত্র নয়, ইলেক্ট্রিক সিস্টেমের মাধ্যমে শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করা হবে।