ফেনী প্রতিনিধি :
ফেনীতে হাইকোর্টের বিচারপতি ভবানী প্রসাদ সিংহকে বার কাউন্সিলের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে।
বৃহষ্পতিবার সকাল ১১ টায় বার কাউন্সিল মিলনায়তনে উক্ত সংবর্ধনায় সভাপতিত্ব করেন ফেনী বার কাউন্সিলের সভাপতি এডভোকেট ফরিদ অাহমেদ হাজারী।
সাধারন সম্পাদক একেএম ফয়জুল হক মিল্কির সঞ্চালনায় অারো বক্তব্য রাখেন, জেলা দায়রা জজ মো. অামিনূল হক, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবি পরিষদের সভাপতি এডভোকেট অাক্রামুজ্জামান, পিপি হাফিজ অাহম্মদ, জিপি প্রিয়রঞ্জন দত্ত প্রমুখ।