ফেনী প্রতিনিধি : ফেনীর সোনাগাজী প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি , বাংলার দর্পন সম্পাদক সৈয়দ মনির অাহমদ এবং সাধারন সম্পাদক, জিএসনিউজ সম্পাদক মেহেরাব হোসেন মেহেদিকে ফেনীর কয়েকটি সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
সোমবার রাতে শহরের ফুড গার্ডেন চাইনিছ রেষ্টুরেন্টে উক্ত অনুষ্ঠানের অায়োজন করেন এনজিও ফেডারেশন ফেনী জেলা কমিটির নেতৃবৃন্দ।
এনজিও ফেডারেশন’র সভাপতি এডভোকেট জাহাঙ্গীর অালম নান্টুর সভাপতিত্বে, নির্বাহী সচিব কাজী সালাউদ্দিন নোমানের পরিচালনায় অারো উপস্থিত ছিলেন, খেলাঘর ফেনী জেলা অাসরের সহ সভাপতি পৌর কাউন্সিলর মঞ্জু রানী দেবী, সহ সভাপতি ত.ম সবুজ, সাধারন সম্পাদক টিটো দত্ত, এনজিও ফেডারেশন এর যুগ্ন সাধারন সম্পাদক সবুজ বাংলার নির্বাহী পরিচালক জয়নাল অাবেদীন রাসেল পাটোয়ারী, ব্যাবস্থাপক মোহাম্মদ ইয়াসিন, খাদ্য অধিকার বাংলাদেশ ফেনী জেলা কমিটির সাধারন সম্পাদক লিয়াকত অালী অারমান, জেলা পর্যটনলীগের সহ সভাপতি মাস্টার মোহাম্মদ ইয়াছিন প্রমুখ।