ফেনী প্রতিনিধি :
ফেনীর দাগনভূইয়া উপজেলায় তুচ্ছ ঘটনার নিয়ে কলেজ ছাত্রের উপর মাদক আসক্ত সন্ত্রাসীদের হামলায় আহত হয়েছে চারজন। ওই ঘটনার সূত্রপাত ধরে, শনিবার দিবাগত রাত ৯টার দিকে দানভূইয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন এলাকায়, কলেজ ছাত্র তারেক (১৭) পিতা আবুল হোসেন গ্রাম ইয়ারপুর,
রাহী (১৭) পিতা মৃত আজিজুল হক বাবুল, গ্রাম ইয়ারপুর, ও তাদের সহপাঠী রাজু, ফরহাদ, জাহিদের উপর মাদকাসক্ত সন্ত্রাসী হৃদয় পিতা খুরসিদ আলম গ্রাম করিমপুর, আনিক পিতা নানু সরদার গ্রাম আজিজ ফাজিলপুর, রিমন, শুভ, তাদের দলবল নিয়ে ধারালো চাপাতি ও লাঠি নিয়ে তারেক ও তার সহপাঠীদের উপর হামলা করে।
উক্ত হামলায় তারেক ধারালো চাপাতির শিকার হয়। স্থানীয় জনগন তারেক ও তার সহপাঠীদের আহত অবস্থায় দাগনভূইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করান। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছে।
ওসি অাবুল কালাম অাজাদ জানান, এ ঘটনায় দাগনভূইয়া ভাই ভাই মার্কেট এর মালিক রফিকুল ইসলাম (আরিফ) বাদী হয়ে থানায় মামলা করেছেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হবে।