ওমর ফারুক>>>>
ফেনীর সোনাগাজী উপজেলায় ১০০ মেগাওয়াট সৌর ও ১০০ মেগাওয়াট বায়ু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের লক্ষ্যে ভুমি অধিগ্রহন প্রকল্পের চেক বিতরন অনুষ্ঠান শনিবার সকালে উপজেলার পুর্ব বড়ধলী এলাকায় অনুষ্ঠিত হয়েছে।
ফেনী জেলা প্রশাসক মনোজ কুমার রায়ের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কুল প্রদীপ চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের সচিব ড. আহমদ কায়কাউস।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত সচিব ও ইজিসিবি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক এ এম মনসুর উল-আলম।অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিনহাজুর রহমান, সোনাগাজী পৌর মেয়র এড. রফিকুল ইসলাম খোকন।
এসময় আরো উপস্থিত ছিলেন, এএসপি সার্কেল জুনায়েদ কাউসার, সহকারী কমিশনার (ভূমি) বৈশাখী বড়ুয়া, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো: রুহুল আমিন, ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আল মমিন, যুব উন্নয়ন কর্মকর্তা বেলায়েত হোসেন, সোনাগাজী প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মনির অাহমদ, চরচান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন, চরদরবেশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টু প্রমুখ। এসময় চেক গ্রহন করেন ভুমির মালিক আবু সুফিয়ান, আহাম্মদ উল্লাহ, মফিজুল হক, মো: ফজলুল হক, মো: আবুল কালাম।
প্রসঙ্গত : সোনাগাজীর পুর্ব বড়ধলী মৌজায় প্রস্তাবিত বিদ্যুত কেন্দ্রের জন্য ১০০০ একর ভুমি অধিগ্রহন করা হয়।