ফেনী প্রতিনিধি :
ফেনীর ফুলগাজীতে প্রবল বর্ষন আর পাহাড়ী ঢলে মুহুরি নদীর তিন অংশে ভাঙ্গনে পানির নিচে ফুলগাজীর দৌলতপুর গ্রাম সহ বিস্তির্ন এলাকা। স্থানীয় এলাকা বাসী জানায়, গতকাল রাত ১০ টার দিকে দৌলত পুর কাজী সফিকের বাড়ীর পাশে মুহুরি নদীর পূর্ব পাড়ে প্রায় ৪০ফুট বাঁধ ভেঙ্গে পড়ে। রাত ১১ টা থেকে সাড়ে ১১ টার দিকে একই গ্রামের সেকান্তর মাষ্টারের বাড়ীর পশ্চিম পাশে মুহুরি নদীর উত্তর পাড়ে প্রায় ২৫ ফুট বাঁধ এবং বাহার মিয়ার স্কিমের পাশে নদীর পূর্ব পাড়ে প্রায় ৪০- ৫০ ফুট বাঁধ ভেঙ্গে যায়। এতে করে দৌলত পুর গ্রাম , ঘনিয়ামোড়া, দৌলতপুর, বৈরাগপুর, জয়পুর, টেট্শ্বর, দখিন দৌলতপুর, মনিপুর সহ ফুলগাজী উপজেলার সদরের সিলোনিয়া নদীর পানিতে নিলখী গাবতলা, গোসাইপুর, মনতলা সহ আশে পাশের বিস্তির্ন এলাকা পানির নিচে তলিয়ে যায়। ক্ষেত খামারের ফসল, মৎস্য খামার সহ লোকালয়ের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। রাতেই প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগন প্লাবিত এলাকা পরিদর্শন করেন। উপজেলা চেয়ারম্যান আবদুল আলিম মজুমদার জানান আপাতত ৫ শত লোকের জন্য শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে। পরবর্তীতে ক্ষয়ক্ষতি নিরুপন করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
মুহুরী নদীর পানি বিপদ সীমার ১৫০ সে: মি: (সকাল ৯.০০ টায়) উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জয়পুরে ৩ ফিট বাঁধে আটকে আছে পানি।যে কোন সময় ভাঙ্গনের আশংকা।সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।