পদুয়ার বাজারে ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাতকে আটক করেছে ডিবি পুলিশ

আব্দুর রহিম বাবলু,কুমিল্লা প্রতিনিধি :- এসআই/মোঃ নজরুল ইসলাম, সঙ্গীয় এসআই/ মোঃ সহিদুল ইসলাম পিপিএম
সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে আজ ৩ জুন
অস্ত্র উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করা কালে ধৃত আসামী (১) জীবন চন্দ্র দাস (২০), পিতা-সতিশ চন্দ্র দাস, সাং-২য় মুরাদপুর (নমসুদ পাড়া), থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা, (২) মোঃ আঃ মালেক (৩০), পিতা- মোঃ তাজুল ইসলাম, সাং-সংরাইশ (জলিল মিয়ার বাড়ী), বর্তমানে- কাটাবিল (বাদশা মিয়ার বাড়ী), থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা, (৩) মোঃ আবুল কালাম (২২), পিতা- মোঃ আবু তাহের মিয়া, সাং-দক্ষিন সংরাইশ (নবগ্রাম), থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা, (৪) মোঃ রুবেল (২৪), পিতা- জাহাঙ্গীর মিয়া, সাং-কদমতলী, থানা-মুরাদনগর, জেলা-কুমিল্লাদেরকে সহ তাহাদের দখল ও হেফাজত হইতে উদ্ধার এবং জব্দকৃত আলামত (১) একটি দেশীয় তৈরী কাঠের বাট যুক্ত এলজি, (২) ০২ (দুই) রাউন্ড কার্তুজ গুলি, (৩) ০১টি কাঠের বাট যুক্ত ছুরি, (৪) ০১টি ছুরি ও (৫) ০১টি ছুরিসহ ০৩/০৫/১৭খ্রিঃ তারিখ রাত্র ০০:১০ ঘটিকার সময় সদর দক্ষিন মডেল থানাধীন, পদুয়ার বাজার বিশ্বরোড সাকিনস্থ হাজী আকরাম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের দক্ষিন পাশ্বের রাস্তায় উপর হইতে একদল সশস্ত্র ডাকাতেরা ডাকাতি করার উদ্দেশ্যে প্রস্তুতি গ্রহনকালে গ্রেফতার করেন। ধৃত আসামী (১) জীবন চন্দ্র দাস, (২) মোঃ আঃ মালেক, (৩) মোঃ আবুল কালাম, (৪) মোঃ রুবেলদের বিরুদ্ধে ঞযব অৎসং অপঃ ১৮৭৮ এর ১৯অ/১৯(ভ) মতে সদর দক্ষিণ মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হইয়াছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *