সোনাগাজীবাসীর অানন্দের দূর্ভোগ

ফেনী প্রতিনিধি :ফেনীর সোনাগাজী পৌরসভার উপর দিয়ে যাওয়া কোম্পানীগঞ্জ -সোনাগাজী -জোরারগঞ্জ অাঞ্চলিক মহা সড়কের নির্মান কাজ মে’১৭ থেকে শুরু হয়েছে।

বৈশাখের শুরুতে বৃষ্টি, ঘুর্নিঝড় মোরা,  ঘুর্নিঝড় পরবর্তি বৃষ্টিতে নির্মানাধিন সড়কে ভিটি বালির কারনে প্রচুর কাদা জমেছে।  বৃষ্টির পানিতে তাতে নরম পেস্টের মতই হয়েছে।

নিয়মিত ওই সড়কে ছাবের পাইলট উচ্চ বিদ্যালয়,  অাল হেলাল একাডেমি,  সিনিয়র ফাজিল মাদ্রাসা, বালিকা উচ্চ বিদ্যালয়,  সোনাগাজী কলেজ,  খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসার শিক্ষার্থী, বাজারের ক্রেতা বিক্রেতা মিলে প্রায় লক্ষাধিক লোকের যাতায়াত।

এতসব ভোগান্তির পরও জনমনে এক প্রকার অানন্দ বিরাজ করছে।  সামান্য দুর্ভোগের পর বাড়ীর পাশে মহাসড়ক হবে এতেই খুশি।

শনিবার সকালে স্কুলে অাসার পথে পোশাকে কাদার ছিটকা পড়লে সোনাগাজী ছাবের পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সুমনা অাক্তার বলেন, রমজান এবং বৃষ্টির প্রতি লক্ষ রেখে ঠিকাদার প্রতিষ্ঠান কাজ শুরু করলে জনদুর্ভোগ কিছুটা কম হতো।

পৌর কাউন্সিলর শেখ অাবদুল হালিম মামুন জানান, উন্নয়নের স্বার্থে কিছুটা দুর্ভোগ সহ্য করতে হবে।  তবে ঠিকাদারী প্রতিষ্ঠান অারো সচেতন হতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *