নিজেকে নির্দোষ দাবি খালেদার

বাংলার দর্পন ডেস্ক : প্রকাশ- ০১ ডিসেম্বর ২০১৬।
দুদকের করা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনে নিজেকে নির্দোষ দাবি করলেন বিএনপি চেয়ারপারন বেগম খালেদা জিয়া।
বৃহস্পতিবার বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠের ঢাকার তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের আদালতে আত্মপক্ষ সমর্থন করেন বিএনপি নেত্রী। এসময় তিনি আত্মপক্ষ সমর্থনে আংশিক বক্তব্য উপস্থাপন করে সময় আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। পরবর্তী শুনানি ৮ ডিসেম্বর ঠিক করা হয়।
এর আগে দুপুর সাড়ে ১২টায় আত্মপক্ষ সমর্থন করতে আদালতে হাজির হন তিনি।
বেগম জিয়ার বিরুদ্ধে আনা অভিযোগ ও ৩২ সাক্ষীর জবানবন্দি বিচারক পড়ে শুনান এবং সাক্ষীর সাক্ষ্য ও অভিযোগের বিষয়ে জানতে চান। এরপর নিজেকে নির্দাষ দাবি করে ন্যায়বিচারের প্রত্যাশা করেন সাবেক এ প্রধানমন্ত্রী।
গেলো ৭ এপ্রিল মামলার ২ আসামি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান আত্মপক্ষ সমর্থনে নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচারের প্রত্যাশা করেন।
মামলার বিবরণীতে জানা যায়, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় মামলা করে দুদক।
২০১২ সালের ১৬ জানুয়ারি মামলা তদন্ত কর্মকর্তা ও দুদকের উপ-পরিচালক হারুন অর রশিদ খালেদাসহ ৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। ২০১৪ সালের ১৯ মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক বাসুবেদ রায়।
মামলার অন্য আসামিরা হলেন, খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী (পলাতক), হারিছের তখনকার সহকারি একান্ত সচিব ও বিআইডব্লিউটিএ’র নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।
Related News

অবশেষে কারাগারে সোনাগাজীর যুবলীগ নেতা ফরহাদ ও ইফতেখার | বাংলার দর্পণ
ফেনী প্রতিনিধি : সাংবাদিকের উপর হামলা , সাংসদের বাড়ী , গাড়ী ও ব্যবস্যা প্রতিষ্ঠানে হামলাRead More

সোনাগাজীতে সরকারি খাল দখলের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ | বাংলারদর্পণ
ফেনী প্রতিনিধি : ফেনীর সোনাগাজী উপজেলার সদর ইউনিয়নের চরখোয়াজ গ্রামের বক্কার খালে অবৈধ স্থাপনা নির্মানRead More