খেলাঘর ফেনী জেলা সম্মেলনে সভাপতি নান্টু-সাধারণ সম্পাদক মনির

ফেনী প্রতিনিধি :
জাতীয় শিশু-কিশোর সংগঠন খেলাঘর ফেনী জেলা কমিটির সম্মেলনে এডভোকেট জাহাঙ্গীর আলম নান্টু সভাপতি ও সৈয়দ মনির আহমদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কমিটিতে সহ সভাপতি হয়েছেন, যতন মজুমদার, তারেক সবুজ, মঞ্জু রানী দেবী, গিয়াস উদ্দিন ভূঞা, প্রফেসর শাহাদাত হোসেন, জহির উদ্দিন টিপু, টিটো দত্ত, সম্পাদক মন্ডলি সদস্য রাজন মন্ডল, ফরিদা ইয়াসমিন, আবুল বাশার, প্রফেসর মাসুবুল আলম ভূঞা, মোতাহের হোসেন তৌহিদ, তাজুল ইসলাম বাদল, আহমেদুল হক খোকন, লাবনী মোস্তফা, সদস্য নির্বাচিত হয়েছেন লাভলী চৌধূরী বয়েজীদ, মিহির কর, ইলিয়াছ ভূঞা, কামাল উদ্দিন, নেপাল দাস, লিয়াকত মজুমদার, আরকে শামীম , বিদ্যুত মহাজন,ইসমাইল ভূঞা, ইব্রাহীম রুবেল, ডাঃ পলাশ দাস, কিশোর চক্রবর্তি, গাজী হানিফ, সাবিনা ইয়াসমিন, আবদুুল কাদের সম্রাট, রিয়াজ মোস্তফা, জাবেদ ইসলাম ও মানিক ।
শনিবার দুপুরে নবীন চন্দ্র সেন কালচারাল সেন্টারে জেলা কমিটির সম্মেলনে ৭১জন কাউন্সিলরের ভোটে উক্ত কমিটি নির্বাচিত হয়।


এর আগে সকাল ১০টায় ফেনী শহীদ মিনারে সম্মেলনের উদ্বোধন করেন ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান। তিনি বলেন, আমাদের নতুন প্রজন্মকে বিজ্ঞান মনস্ক করে গড়ে তোলা, মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তোলা ও অসাম্প্রদায়িক চেতনায় গড়ে তোলার আন্দোলন করছে খেলাঘর। এই আন্দোলন আরো বেগবান হোক। এর পর ‘মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম গড়ে তোল’ এই শ্লোগানে এক র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি শহীদ মিনার থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে সম্মেলনস্থলে মিলিত হয়।
সকাল ১১টায় নবীন চন্দ্র সেন কালচারাল সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় খেলাঘর ফেনী জেলা সভাপতি এড. জাহাঙ্গীর আলম নান্টুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক টিটো দত্তের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন , খেলাঘর কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য প্রকৌশলী দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রুনু আলী, সম্পাদক লাভলী চৌধূরী , উপদেষ্টা ডাঃ তবারক উল্যাহ চৌধুরী বায়েজীদ, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন ।

ওইদিন সকাল ৯টায় সম্মেলন উপলক্ষে আয়োজিত চিত্রাংকণ প্রতিযোগিতায় অংশ নেন ফেনীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *