ছাত্রকে বলাৎকার অভিযোগে শিক্ষক শ্রীঘরে

নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালীর চাটখিল পৌর এলাকার জামেয়া ওসমানিয়া মাদ্রাসার এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে ওই মাদ্রাসার এক শিক্ষককে গ্রেফতার করে বিচারিক আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

অভিযুক্ত আবদুল্লাহ আল নোমান (৩৫) লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চরমেহারদুল গ্রামের আসাদুল হকের ছেলে।

গত বুধবার (১৮ জানুয়ারি) সকালে অভিযুক্ত শিক্ষককে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে মঙ্গলবার রাতে পুলিশ মাদ্রাসার আবাসিক হোষ্টেল থেকে তাকে গ্রেফতার করে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, নাজেরা ‘খ’ শাখায় অধ্যায়নরত ওই ছাত্র আবাসিকে থাকে। শিক্ষক আবদুল্লাহ আল নোমান কৌশলে ওই ছাত্রকে প্রায়ই বলাৎকার করতো। এ ঘটনায় নির্যাতিত ছাত্রের মা রাবেয়া বাদী হয়ে থানার মামলা করেন। ওই মামলার তাকে গ্রেফতার করে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *