মো. আফজাল হোসেন দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুরের ফুলবাড়ী ব্যস্ততম শহরে বিলাস বহুল এস কে টাওয়ার আবাসিক হোটেল এর শুভ উদ্ভোধন হয়। ১৮ এপ্রিল মঙ্গলবার (আজ) দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের মেইন রোডে বিলাস বহুল এস কে টাওয়ার আবাসিক হোটেলের ফিতা কেটে শুভ উদ্ভোধন করেন প্রাথমিক ও গন-শিক্ষা মন্ত্রী আলহাজ¦ এ্যাডঃ মোস্তাফিজুর রহমান (ফিজার) এম পি। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন তিনি । বিলাশ বহুল এস কে টাওয়ার আবাসিক হোটেল এর শুভ উদ্ভোধন শেষে এক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিলে কোরআন তেলোয়াত করেন ফুলবাড়ী নিমতলা মসজিদের ঈমাম মো. এমদাদুল হক। এ সময় উপস্থিত ছিলেন,সাবেক জাতীয় পাটির সংসদ সদস্য মো. সোয়েব বাবুল (এম পি), ফুলবাড়ী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাে. হায়দার আলী শাহ, বঙ্গবন্ধ কলজর অধ্যক্ষ মাে. মাসুদুর রহমান মাসুদ, বিডি আর এর সাবেক উপ-পরিচালক ডি আই ডি মাে. মাহাবুবুর রহমান, ফুলবাড়ী উপজেলা মুক্তি যােদ্ধা কমান্ডার মাে. লিয়াকত আলী, সাবেক পৌর কাউন্সিলর ও রাজনতিক নেতা মাে. নজরুল ইসলাম, দিনাজপুর জেলা পরিষদের সদস্য মাে. কামরুজ্জামান কামরু, ফুলবাড়ী উপজেলা কৃষকলীগের সভাপতি মাে. মিজানুর রহমান মিজান, বিষিষ্ট ব্যবসায়ী মাে. শহিদ, ফুলবাড়ী থানা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা, মো. মিজানুর রহমান চৌধুরী । উদ্ভোধনী অনুষ্ঠানে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ীমহল, রাজনৈতিক নেতৃবৃন্দ , সুধিজন, সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
পরিশেষে এস কে আবাসিক হোটেলের সত্বাধিকারী ও বিশিষ্ট ব্যাবসায়ী মো. সানোয়ার হোসেন মন্ত্রী সহ ও অন্যান্যদের হাতে ক্রেস্ট তুলেদেন।