মোশারফ হোসেন রামগড়, খাগড়াছড়ি:
খাগড়াছড়ির রামগড় শহর সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ২৪ লক্ষ টাকা সুদমুক্ত ঋণ বিতরণ করা হয়।
রবিবার বিকাল ৪টায় রামগড় পৌরসভার সম্মেলন কক্ষে রামগড় শহর সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা মো. আনোয়ার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঋন বিতরণ করেন পৌর মেয়র রফিকুল আলম কামাল।
শহর সমাজসেবা কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানান, পৌর এলাকার বিভিন্ন সমাজসেবা কর্মদল, দগ্ধ ও প্রতিবন্ধীদের মধ্যে ৮৫ জনকে ২৪ লক্ষ ৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে।
ঋণ বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলো পৌর কাউন্সিলরগন সহ শহর সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকবৃন্দ।