জাবিতে বিএনপি নেতা আলালের কুশপুত্তলিকা দাহ

জাবি প্রতিনিধি :
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের কুশপুত্তলিকা দাহ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

বৃহস্পতিবার(০৯ ডিসেম্বর) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করেন তারা।

এর আগে দুপুর সাড়ে বারোটায় বিভিন্ন হল থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে পরিবহন চত্ত¡রে জড়ো হতে থাকে। পরে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে শেষ হয়।

এসময় বিভিন্ন স্লোগানে স্লোগানে নেতাকর্মীরা মোযাজ্জেম হোসেন আলালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে।

বিক্ষোভ শেষে নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘শেখ হাসিনা একজন বিশ্বমানের স্বীকৃত নেতা। তার সুযোগ্য নেতৃত্বে আজ বাংলাদেশে উন্নয়নের জোয়ার বইছে। এমন একজন নেতা সম্পর্কে বিএনপি তথাকথিত নেতা আলালের বক্তব্য ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীকে মর্মাহত করেছে। আমরা তার সর্বোচ্চ শাস্তি দাবি করছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *