হে নারী জগৎ জয়ী

” হে নারী জগৎ জয়ী ”
– রিটন মোস্তফা (রিটন)
যদি জানতে তোমরা সম্পূর্ণ তাকে
যদি এই চোখে দেখা যেত সমুদ্র অতল
যদি চেনা যেত আকাশটা থেমেছে কোথায়
তবে তোমাকেই সবাই চাইতো,ভালোবাসতো।
বলতো হে নারী,আমাকেও যুদ্ধ শেখাও
সমুদ্র তল হতে জয় করি আমিও ঐ ব্রহ্মান্ড…
স্ব-গর্বে যেন বলতে পারি, আমিও বিশ্বজয়ী।
যেভাবে আঁচলে লুকিয়েছ সমগ্র কষ্ট
যেভাবে ফুটালে ফুল রাতের আকাশের বুকে
যেভাবে স্ব-যত্নে ঢেলেছ মমতা সমস্ত অঞ্চলে
শেখাও হে নারী, আমিও যেন তেমনি সাজাতে পারি।
এত সুখ কিভাবে ছেটাও? লুকিয়ে আগ্নেগিরি
কিভাবে যন্ত্রণার পথ পিছনে রেখে অগ্রজা হও তুমি
শেখাও হে নারী, শেখাও হে বান্ধবী, হে জননী
এই শুষ্ক ধরতালে আমিও একবার বৃষ্টিতে মাখি।
« মিরসরাইয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদকদ্রব্যসহ পিতা-পুত্র গ্রেপ্তার (Previous News)
(Next News) সুনামগঞ্জে শিশুকন্যা ধর্ষন ,আহত ভাইয়ের মৃত্যু »
Related News

ফিরে যাই হিন্দোলা”
ফিরে যাই হিন্দোলা” – রিটন মোস্তফা কিছুটা সুখ স্পষ্ট হয়ে থেকে গেছে বুক ছুঁয়ে কষ্টরাRead More