ঝালকাঠিতে বিদ্যুৎপৃষ্টে এক কৃষকের মৃত্যু | বাংলারদর্পণ

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি:

ঝালকাঠির পল্লী এলাকার কৃষি জমিতে পড়ে থাকা বৈদ্যুতিক তাঁড়ে জড়িয়ে জালাল সিকদার নামে এক কৃষকর নিহত হয়েছে।

 

সদর উপজেলার সারেঙ্গল গ্রামে সোমবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। পল্লী বিদ্যুত সমিতির বিদ্যুত সরবরাহ ব্যবস্থাপনায় ত্রুটি ও কর্মীদের উদাসীনতা জেলায় প্রায়শই এধরনে প্রানহানীর ঘটনা ঘটছে বলে অভিযোগ রয়েছে।

 

জালালের চাচাত ভাই আবু সুফিয়ান মিন্টু, সারেঙ্গল গ্রামের বাসিন্দা আমন বীজ রোপনের জন্য সকালে নিজের জমিতে চাষ করতে যায় জালাল। আগে থেকেই জমিতে পড়ে থাকা বৈদ্যুতিক তার সরাতে গেলে হাতে ও গলায় জড়িয়ে ছিটকে পরে যায় তিনি। এ সময় পাশের জমিতে কাজ করা অন্য কৃষকরা জালালকে পড়ে থাকতে দেখে স্বজনদের খবর দেয়। তারা গিয়ে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়।

 

সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আবু আল হাসান জানান, বেলা ১১টার দিকে বিদ্যুতের তারে আহত একজনকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। পরে কোন ময়না তদন্ত ছাড়াই মরদেহ স্বজনরা বাড়িতে নিয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *