রামগড়ে করোনায় মারা গেলেন ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জলিল

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ির রামগড়ে করোনায় আক্রান্ত হয়ে রামগড় ১নং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ৬নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য আব্দুল জলিল মারা গেছেন।

আজ মঙ্গলবার (২০জুলাই) সকাল ৭টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়। তিনি ১নং রামগড় ইউনিয়নের থানাচন্দ্র পাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে।

ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী, নয় সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি রামগড় ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দ্বিতীয় বারের মত নির্বাচিত ইউপি সদস্য ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, করোনা উপসর্গ নিয়ে পার্শ্ববর্তী জেলা ফেনীর একটি হাসপাতালে ভর্তি হন।সেখানে তার করোনা পরীক্ষার নমুনা দেয়া হলে করোনা পজেটিভ আসে।

সে ডায়াবেটিস এবং হৃদ রোগের রোগী হওয়ায় অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চমেক হাসপাতালে প্রেরণ করা হলে আই.সি.ইউ তে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুতে রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ ত্রিপুরা, ইউনিয়ন চেয়ারম্যান শাহআলম মজুমদার ও আওয়ামীলীগ সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *