রােহিঙ্গা মুসলিম নিধন ও সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে মিরসরাইয়ে মানববন্ধন

আজিজ আজহার:
মিরসরাই প্রতিনিধি:২৩ নভেম্বর ১৬
মায়ানমারে সরকার কর্তৃক রােহিঙ্গা মুসলিম নিধন এবং সারাদেশে সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে মিরসরাই উপজেলার সকল শ্রেণীর পেশার নাগরিক সমাজ মানববন্ধন করেছে।
বুধবার ( ২৩ নভেম্বর) বেলা ১টার দিকে মিরসরাই উপজেলা সদরের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন অংশ গ্রহণ করেন মিরসরাই মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, মিরসরাই লতিফীয়া কামিল মাদ্রাসা, মারুফ মডেল ইটারন্যাশনাল ¯ুল, মিরসরাই ডিগ্রী কলেজ, নিজামপুর কলেজের শিক্ষার্থী সহ বিভিন্ন সামাজিক সংগঠন।
সাংবাদিক এম মাঈন উদ্দিনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন মিরসরাই ডিগ্রী কলেজের অধ্যক্ষ নুরুল আফছার, মিরসরাই লতিফীয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মা. নুরুন নবী, মিরসরাই প্রেস ক্লাবের সভাপতি শারফুদ্দীন কাশ্মীর, চট্টগ্রাম পল্লি বিদ্যুৎ সমিতি-৩ এর প্রতিষ্ঠাতা সভাপতি মা. শাহ আলম, বাংলাদেশ মানবাধিকার কমিশন মিরসরাই উপজলা শাখার অর্থ সম্পাদক মা. নিজাম উদ্দিন, মিরসরাই কলেজের বিএনসিসির ক্যাডট আরাফাত রহমান প্রমুখ।
এইসময় আরা উপ¯িত ছিলেন মিরসরাই প্রেসক্লাবর সাধারণ সম্পাদক মাে. নুরুল আলম, সহ-সভাপতি বিপুল দাশ, কমিশনার জহির উদ্দিন, সাংবাদিক রাজু কুমার দে, সুজন চদ্র মন্ডল, সাদমান সময়, মিরসরাই কলেজের ছাত্রলীগের প্রচার সম্পাদক সরােয়ার জামান সিপাত সহ আরাে অনেকে।

এসময় বক্তরা বলেন, কােনা ধর্মে মানব হত্যার কথা বলেনি, বার্মাতে মুসলিমদের উপর বর্বর নির্যাতন কখনাে গ্রহণযােগ্য নয় এবং সারাদেশে সংখ্যালঘুদের উপর হামলার তিব্র নিন্দা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *