সোনাগাজী (ফেনী) প্রতিনিধিঃ
সোনাগাজীতে সন্তানদের উপর অভিমান করে ঈদুর মারার ঔষধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছে এরশাদ উল্যাহ (৩৮) নামের এক যুবক।
আজ শনিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের ছাড়াইতকান্দি গ্রামে এই ঘটনা ঘটে।
বিষক্রিয়ায় শোরচিৎকার শুরু করলে স্বজনেরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আত্মহত্যাচেষ্টাকারী যুবকের বাবা আবদুর রাজ্জাক বলেন , আমার ছেলের স্ত্রী মারা গেছে, এখন তার ছেলে মেয়ের যন্ত্রনায় পারিবারিক অশান্তির কারনে সে রাগ করে ঈদুরের ঔষধ খেয়ে আত্মহত্যা চেষ্টা করে।
সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত অফিসার ডাঃ জিনাত বলেন, আত্মহত্যাচেষ্টাকারী যুবককে ওয়াশ করা হয়েছে , তবে তার অবস্থা আশংকামুক্ত।
বাংলারদর্পন