শহীদ নূর হোসেনকে ক্ষমতার সিঁড়ি বানাবেন না : মোমিন মেহেদী

প্রতিবেদকঃ

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, শহীদ নূরকে ক্ষমতার সিঁড়ি বানাবেন না। ৯ নভেম্বর বিকেল ৫ টায় ‘শহীদ নূর হোসেন দিবসকে ক্ষমতার সিঁড়ি বানায় যারা’ শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

 

 

এসময় তিনি আরো বলেন, যারা রাজনীতিকে কালোতে মুড়ে রেখেছেন বছরের পর; তারা নূর হোসেনের নাম মুখে নেয়ার আগে অজু করে নেবেন। কেননা, নূর হোসেন আপনাদের মত সুবিধাবাদী রাজনীতিকদেরকে ক্ষমতায় আনার বা রাখার চিন্তা থেকে জীবন উৎসর্গ করেননি। তিনি চেয়েছিলেন নির্মল বাংলাদেশ, স্বচ্ছতার রাজনীতি-গণমানুষের মৌলিক অধিকারময় মানচিত্র।

 

আজ যারা মুখে মুখে নূর হোসেনের কথা বলেন, কিন্তু মনে মনে নূর হোসেন-এর শ্লোগানকে লালন করেন না। আর তাই নূর হোসেন দিবসে ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’ শ্লোগানকে সামনে রেখে ছাত্র-যুব-জনতাকে ঐক্যবদ্ধ করতে নতুনধারা বাংলাদেশ এনডিবিকে কাজ করতে হবে।

 

সভায় প্রেসিডিয়াম মেম্বার অধ্যাপক শুভঙ্কর দেবনাথ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা ও মহাসচিব নিপুন মিস্ত্রী, জাতীয় পেশাজীবীধারার সহ-সভাপতি প্রকৌশলী জিনাত জাহান খান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *