ইসি গঠনে খালেদার প্রস্তাব ‘নাকচ’ আওয়ামী লীগের

বাংলার দর্পণ ডেস্ক: প্রকাশ- ১৯নভেম্বর১৬। নির্বাচন কমিশন (ইসি) গঠনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রস্তাব দৃশ্যত নাকচ করে দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলটি বলেছে, ইসি গঠনে সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।
ইসি গঠন নিয়ে বিএনপির দেয়া প্রস্তাবনার জবাবে শুক্রবার বিকালে তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কথা বলেন।
রাজধানীর হোটেল ওয়েস্টিনে খালেদা জিয়ার সংবাদ সম্মেলনের পর আওয়ামী লীগ নিজেদের প্রতিক্রিয়া জানাতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয় ধানমণ্ডিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘ইসি গঠনে আমরা সংবিধান মোতাবেক চলতে চাই। মহামান্য রাষ্ট্রপতি সার্চ কমিটি গঠন করে যেভাবে নির্বাচন কমিশন গঠন করেছেন, সে প্রক্রিয়া থেকে আমাদের সরে যাওয়ার সুযোগ নেই।’
এ সময় ইসি গঠনে বিএনপির প্রস্তাবকে ‘অন্তঃসারশূণ্য’ বলেও মন্তব্য করেন তিনি।
ওবায়দুল কাদের, ‘যারা এই নির্বাচন কমিশন নিয়ে বিতর্ক করছেন, বিভ্রান্তি ছড়াচ্ছেন, তারা আমাদের পবিত্র সাংবিধানিক এ প্রতিষ্ঠানকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর ধৃষ্টতা দেখাচ্ছেন।’
তিনি বলেন, ‘খালেদা জিয়ার মিথ্যাচার নতুন নয়, ক্রমাগত ভুলের কারণে তার দল জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। তারা বাংলাদেশের জনগণের ভাগ্য নিয়ে ভাবে না, বিদেশের কোন দেশে কোন দল ক্ষমতায় আসে, তা নিয়ে ব্যস্ত থাকে।’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘তিনি (খালেদা) জনগণের ওপর আস্থা রাখেন না। ভোটে তার বিশ্বাস নেই।’
তিনি বলেন, ‘জাতির কাছে কোনো ধরনের প্রেসক্রিপশন দেয়ার আগে যুদ্ধাপরাদীদের রক্ষায় মানুষ হত্যার জন্য তাদেরকে ক্ষমা চাইতে হবে। শোক দিবসে জন্মদিন পালনের জন্যও ক্ষমা চাইতে হবে।’
ওবায়দুল কাদের বলেন, ‘এখন যে তিনি (খালেদা) সুন্দর সুন্দর ভালোকথাগুলো বলছেন, এগুলো মাগুরা, ঢাকা-১০ এর উপ-নির্বাচনে কোথায় ছিল। নিজেরা যেটা প্রাকটিস করে না, সেটা অন্যকে বলাও ঠিক নয়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *