দেশব্যাপী সাংবাদিক নির্যাতন-ও চাকরীচ্যুতির প্রতিবাদে নোয়াখালীতে সাংবাদিকদের মানববন্ধন

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী প্রতিনিধি: ডিজিটাল নিরাপত্তা আইনের নামে দেশব্যাপী সাংবাদিক নির্যাতন, হয়রানি এবং করোনার দোহায় দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান সাংবাদিকদের ছাঁটাই করার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত নোয়াখালী প্রেসক্লাবের সামনে প্রথমে মানববন্ধন, এক প্রতিবাদ সভা কর্মসূচি পালিত হয়। পরে নোয়াখালী প্রেসক্লাবের শহীদ উদ্দিন স্কান্দার কচি মিলনায়তনে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
জেলার সিনিয়র সাংবাদিক মনিরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে সভা পরিচালনা করেন আকাশ মোহাম্মদ জসিম। এ সময় বক্তব্য রাখেন, সাংবাদিক শাহ্ এমরান মোহাম্মদ ওসমান সুজন, নাছির উদ্দিন বাদল,আকবহোসেন সোহাগ, আবু নাছের মঞ্জু, জামাল হোসেন বিষাদ, সুমন ভৌমিক আসাদুজ্জামান কাজল, মনিরুজ্জামান চৌধুরী, এমবি আলমসহ অনেকে।
বক্তারা ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, দেশব্যাপী সাংবাদিক নির্যাতন ও সাংবাদিক ছাঁটাই বন্ধের দাবী জানান। এ ছাড়া নোয়াখালী প্রেসক্লাবের দীর্ঘদিন পর্যন্ত কোনো কমিটি না থাকাসহ ক্লাবের নানা সমস্যা নিয়েও আলোচনা করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক মুলতানুর রহমান মান্না, মোঃ সোহেল, মোঃ ইমাম উদ্দিন সুমন, লিটন, আজাদ, শাকিল, আব্দুল্যাহ রানা, প্রমুখ।
Related News

কুসিক নির্বাচন: আওয়ামী লীগ মেয়র প্রার্থীর মনোনয়ন পত্র সংগ্রহ
কুমিল্লা প্রতিনিধি কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আরফানুল হক রিফাতের মনোনয়নRead More

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ যুবক আটক
নোয়াখালী প্রতিনিধি নোয়াখালীর বেগমগঞ্জে অস্ত্রসহ এক যুবককে আটক করেছে বেগমগঞ্জ থানা পুলিশ। আটককৃত মো.রবিন উপজেলারRead More