মুক্তিযুদ্ধের গল্প নিয়ে তারুণ্যের ভাবনা ও অঙ্গীকার শীর্ষক সেমিনার

চট্টগ্রাম ব্যুরো :
কোতোয়ালী থানাধীন জামাল খান রোডস্থ শাহ ওয়ালীউল্লাহ ইন্সটিটিউটে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও চট্টগ্রাম মহানগর কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে মুক্তিযুদ্ধের গল্প শোন তারুণ্যের ভাবনা ও অঙ্গীকার শিরোনামে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে উপ-পুলিশ কমিশনার (ডিবি-বন্দর) এস.এম. মোস্তাইন হোসেন, বিপিএম মহোদয় তার বক্তব্যে সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার এবং যে কোন বিষয়ে পরামর্শ দিয়ে কমিউনিটি পুলিশিং কমিটিকে আরো জোরালো ভূমিকা পালন করার আহ্বান জানান। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা কমিউনিটি পুলিশিং এর কার্যক্রমে যুক্ত হলে কমিউনিটি পুলিশিং আরো বেগবান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিএসবি) শাকিলা সোলতানা, মোহাম্মদ মহসীন, পিপিএম, অফিসার ইনচার্জ, কোতোয়ালী থানা, বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহাবুদ্দীন আহম্মদ, বীর মুক্তিযোদ্ধা এ কে এম আলাউদ্দিন, অহিদ সিরাজ চৌধুরী স্বপন, সদস্য সচিব, মহানগর কমিউনিটি পুলিশিং কমিটি ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যরা সদস্যরা উপস্থিত ছিলেন।
Related News

সোনাগাজীর মজলিশপুরে ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের কর্মীসভা অনুষ্ঠিত | বাংলারদর্পণ
গাজী মোহাম্মদ হানিফ : সোনাগাজী উপজেলার ১নং চর মজলিশপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের কর্মীসভা ২০শে জানুয়ারি বুধবারRead More

দাগনভূঞায় সিআইজি খামারীগনের মধ্যে প্রদর্শনী উপকরণ বিতরণ
দাগনভূঞা প্রতিনিধি: দাগনভূঞা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর থেকে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ (এনএটিপি-২) প্রজেক্ট ইমপ্লিমেন্টেশনRead More