মনোনয়ন বানিজ্যের টাকা গেছে লন্ডনে, হামলা হবে পল্টনে?

নিউজ ডেস্কঃ
বিএনপি’র পলাতক শীর্ষ নেতা তারেক রহমানের মনোনয়ন বানিজ্য নিয়ে দেশব্যাপী চলছে তুমুল সমালোচনা। এমন সময়ে বিএনপির কেন্দ্রীয় নেত্রী ও সাবেক সাংসদ নিলুফার চৌধুরী মনি তারেক রহমানের মনোনয়ন বানিজ্য নিয়ে প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।
০৯ ডিসেম্বর রবিবার বিকাল ৫ টা ৪০ মিনিটে নিলুফার চৌধুরী মনি তার ফেসবুকে লিখেন ‘চাঁদপুর ১ আসনে মনোনয়ন বাণিজ্য এর তীব্র নিন্দা জানাই। যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দেয়া উচিত ছিল’একই দিন বিকাল ৫ টা ৫৮ মিনিটে নিলুফার চৌধুরী মনি তার ফেসবুকে
‘মনোনয়ন না পেয়ে বিএনপি ছাড়লেন কন্ঠশিল্পী মনির খান।
মনোনয়ন বাণিজ্যের স্বীকার হচ্ছে সবাই
মনোনয়ন বানিজ্য নিয়ে নিলুফার চৌধুরী মনি তার ধারাবাহিক প্রতিবাদের মধ্যে আজ ১০ ডিসেম্বর নিজের ফেসবুকে অন্য এক স্ট্যাটাসে লিখেন:
‘তারেক রহমান এর সহায় সম্পত্তির পরিমান নিয়ে নাকি জিটিভি একটা প্রতিবেদন তৈরি করেছে!!
আপনারা কেউ দেখেছেন ভিডিওটা?’
অন্য একটি স্ট্যাটাসে বিকালে মনোনয়ন বানিজ্য নিয়ে তিনি লিখেন:
‘টাকা গেছে লন্ডনে, হামলা হবে পল্টনে?
সব ই যোগ্য ব্যক্তিদের মনোনয়ন না দেয়ার ফল।টাকাই সব না’
নিলুফার চৌধুরী মনি সর্বশেষ জিটিভি সংবাদের একটি নিউজ আপলোড করেছেন। অনুসন্ধানী এই নিউজটিতে তথ্য প্রমান সহ উঠে এসেছে সম্প্রতি লন্ডনে তারেক রহমান পুরানো বাড়ি ছেড়ে নতুন একটি বাড়ি ক্রয় করেছেন। নিউজ ভিডিওটি আপলোড করে নিলুফার চৌধুরী মনি লিখেছেন,
‘আমাকে যারা শ্রদ্ধা করেন আমাকে যারা ভালবাসেন তারা প্রত্যেকে ভিডিওটা এত এত শেয়ার করুন, যেন আমার এই ভিডিওটা মনোনয়ন বাণিজ্যকারী দের চোখের সামনে ভাসে’
Related News

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভ্যাকসিন প্রদান কার্যক্রম উদ্বোধন করেন
আজ বৃহস্পতিবার ২৭ জানুয়ারী গণভবন প্রান্ত থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান কার্যক্রমRead More

১০মাস পর স্বশরীরে মন্ত্রীসভা বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
বাসস : করোনাভাইরাস মহামারীর মধ্যে প্রায় ১০ মাস পর মন্ত্রিসভা বৈঠকে স্বশরীরে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রীRead More