ঢাকা : আবদুল লতিফ সিদ্দিকীর শূন্য হওয়া টাঙ্গাইল-৪ (কালিহাতি) আসনের উপনির্বাচনে নবনির্বাচিত মোহাম্মদ হাছান ইমাম খাঁন এমপি হিসেবে শপথ নিয়েছেন। আজ মঙ্গলবার জাতীয় সংসদের কার্যালয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে শপথ বাক্য পাঠ করান।
জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. আবদুর রব হাওলাদার শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। এসময় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ আ. স. ম. ফিরোজ, হুইপ মো. শহিদুজ্জামান সরকার, হুইপ ইকবালুর রহিম, হুইপ মো. শাহাব উদ্দিন, অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ড. মো. আব্দুর রাজ্জাক এবং ফখরুল ইমাম এমপি উপস্থিত ছিলেন।