রাণীনগরে ডাকাতি স্বর্ণাংকার সহ নগদ টাকা লুট

নওগাঁ প্রতিনিধি  : নওগাঁর রাণীনগরে এক গরু ব্যবসায়ীর বাড়ীতে ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা নগদ টাকা ও সাত ভরি স্বর্ণালংকার সহ প্রায় সাড়ে ৩ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। গ্রামবাসী ডাকাতদের প্রতিহত করতে গেলে ডাকাত দলের ছোড়া ককটেলে এবং মারপিটে ৩ জন আহত হয়েছে। আহতদের মধ্যে আলম হোসেন (৩০) কে ভোরে রাণীনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাকাতির ঘটনাটি ঘটেছে উপজেলার কালিগ্রাম ইউপি’র ভেবড়া গ্রামের ছোলাইমান সরদারের ছেলে বাবলু সরদারের বাড়ীতে।

জানা গেছে, শনিবার গভীর রাতে ১৫/২০ জনের ডাকাতের একটি সংঘবদ্ধ দল তার বাড়ীর প্রাচীর টপকে বাড়ীতে প্রবেশ করে শয়ন ঘরের দরজা ভেঙ্গে বাড়ীর সবাইকে মারপিট করে এবং শিশু কন্যা নেহা (৬) কে দেশীয় ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ড্রয়ারে থাকা নগদ প্রায় এক লক্ষ টাকা এবং সাত ভরি স্বর্ণের গহনা লুট করে যাবার সময় গ্রামের লোকজন এগিয়ে আসলে ডাকাতরা পরপর দুইটি ককটেল ফাটিয়ে আতংক সৃষ্টি করে ঘটনাস্থল ত্যাগ করে। এসময় ডাকাতদের ছোড়া ককটেলের আঘাতে আলম হোসেন (৩২) গুরুত্বর আহত হয়। আহত আলমকে ভোর রাতে রাণীনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে । সে একই গ্রামের লুৎফর রহমানের ছেলে। এছাড়া ডাকাতদের মারপিটে বাড়ীর গৃহকর্তা বাবলু সরদার (৪২) ও গৃহিনী লাবলী বিবি আহত হয়। খবর পেয়ে রাতেই থানাপুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং রবিবার সকালে পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। গৃহিনী লাবলী বিবি আরো জানান, ডাকাত দলের অনেকেরই মুখোষ পড়া এবং সবার গায়ে কালো জ্যাকেট ও প্যান্ট পড়া ছিল। তাদের প্রত্যেকের হাতে ধারালো চাকু, লোহার রড, শাবল ও লাঠি শোটা ছিল। এর মধ্যে বেশ কয়েক জনের হাতে পিস্তল ছিল বলেও তিনি জানান। স্থানীয়রা জানান, সকালে বাড়ীর অদুরে স্কুল মাঠ থেকে ডাকাতদের ব্যবহৃত একটি তালা কাটা কাটারি ও বেশ কয়েকটি লাঠিশোটা উদ্ধার করা হয়েছে ।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, ডাকাতির ঘটনা খুব গুরুত্বের সাথে ক্ষতিয়ে দেখা হচ্ছে। পুরো বিষয়টা উদঘাটনে আমরা জোর তৎপর রয়েছি এবং জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। এঘটনায় থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *