আগামী নির্বাচনে হয় জিততে হবে – নয়তো মরতে হবে – আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম

বাংলারদর্পন :

আগামী নির্বাচন দ্বিতীয় মুক্তিযুদ্ধ, এ নির্বাচনে অা’লীগের নেতাকর্মীদের  হয় জিততে হবে – নয়তো মরতে হবে। ২৫ মার্চ ৭১এর কালো রাতের চেয়েও ভয়াবহ রাত হতে পারে, শকুনের দল আঘাত করতে পারে, একদিনেই লক্ষাধিক লোককে হত্যা করবে তারা। সকলকেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। অবশ্যই অাগামি নির্বাচনে জিততে হবে। শুক্রবার সন্ধায় হোটেল পূর্বানীতে ফেনী জেলা অা’লীগের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।

তিনি আরও বলেন, ফেনী জেলা অা’লীগ অতীতের চেয়ে অনেক শক্তিশালী, এই শক্তি কাজে লাগিয়ে ফেনীর তিনটি আসনে শেখ হাসিনা মনোনীত প্রার্থীদের জিতাতে হবে।

ফেনী জেলা অা’লীগের সভাপতি অাবদুর রহমান এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নিজাম উদ্দিন হাজারি এমপির সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, জাহান আরা সুরমা এমপি, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবুল বাশার, যুগ্ন সাধারন সম্পাদক মঞ্জুরুল আলম শাহিন, মহিলালীগের সাংস্কৃতিক সম্পাদক রোকেয়া প্রাচী, ছাত্রলীগের সাবেক সহ সভাপতি জহির উদ্দিন মাহমুদ লিপটন, এফবিসিসিআই’র পরিচালক শমী কায়সার প্রমুখ।

সভায় ৬উপজেলা চেয়ারম্যান ৫ মেয়র, জেলা পরিষদের সদস্যবৃন্দ , জেলা,উপজেলা ও ইউনিয়ন অা’লীগের সভাপতি, সম্পাদক, ইউপি চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ৩০জুন শনিবার সকালে গনভবনে প্রধানমন্ত্রী ও অা’লীগের সভানেত্রী শেখ হাসিনা তৃনমুল নেতাকর্মীদের সাথে মতবিনিময় করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *