মুক্তিযোদ্ধার সংখ্যা নিয়ে কটুক্তি মামলায় খালেদার জামিন নামঞ্জুর | বাংলারদর্পন

নিউজ ডেস্ক :

নড়াইলের মুক্তিযোদ্ধার সংখ্যা নিয়ে কটুক্তি করায়, খালেদা জিয়ার বিরুদ্ধে করা মানহানি মামলায় জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত।

গত মঙ্গলবার বেলা ১২টার দিকে শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করেন জেলা ও দায়রা জজ। নড়াইলের আদালত এর আগে আরও একবার খালেদা জিয়ার জামিন আবেদন নামঞ্জুর করেছিল।

কুমিল্লায় বাসে পেট্রোল বোমা ছোড়া ও আগুন দেওয়ার অপর আরেকটি মামলায় হাইকোর্টে জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন খালেদা জিয়া। এ জামিন আবেদনে উপর আগামীকাল শুনানি হতে পারে বলে জানা যায়।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ দুর্নীতি মামলায় বেগম জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত। এ মামলার অপর আসামি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ বাকি পাঁচজনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড হয়। রায় ঘোষণার দিন থেকেই পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে আছেন বেগম জিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *