সরকারি ভাতায় আসার আলো দেখছে সৈয়দপুরের অসহায় মানুষেরা | বাংলারদর্পন

নিউজ ডেস্ক :

সমাজে পিছিয়ে পড়া ছিন্নমূল জনগোষ্ঠী সবসময় তাদের ন্যায্য অধিকার ও সুযোগ-সুবিধা থেকে হয় বঞ্চিত। ফলশ্রুতিতে সমাজে সৃষ্টি হয় একটা বিরাট বৈষম্য যা দেশের সামগ্রিক অগ্রযাত্রার পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। ক্ষমতাগ্রহণের পর থেকেই দেশের বিভিন্ন জনপদের সুবিধা বঞ্চিত মানুষদের জীবনে হাসি ফোটাতে কাজ করে যাচ্ছে প্রশাসন। আর এ কার্যক্রমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে সৈয়দপুর উপজেলা সমাজসেবা দপ্তর।

অসহায় মানুষদের সামাজিক নিরাপত্তা, পরিবার ও সমাজে মর্যাদা বৃদ্ধি ও চিকিৎসা সহায়তা প্রদানের লক্ষ্যে সৈয়দপুর উপজেলা সমাজসেবা দপ্তর বর্তমানে ৯ হাজার ৯২১ জন অসহায় নারী-পুরুষের মধ্যে নিষ্ঠার সাথে বিতরণ করে যাচ্ছে সরকারি ভাতা । প্রতিবন্ধী ১ হাজার ৫৯৮ জন মানুষও আওতাধীন রয়েছে এই সুবিধার । এর ফলে সুবিধাবঞ্চিত অসহায় মানুষেরা একদিকে যেমন পাচ্ছে জীবন ধরণের অবলম্বন তেমন সমাজে তাদের মিলছে যোগ্য মর্যাদা।

একজন বয়স্ক, বিধবা ও স্বামী পরিত্যক্তা নারী প্রতি মাসে ৫০০ টাকা এবং প্রতিবন্ধী নারী-পুরুষ পাচ্ছেন ৭০০ টাকা ভাতা। এসব ভাতা প্রতি ৩ মাস অন্তর অন্তর সরকারি ব্যাংকের মাধ্যমে বিতরণ করা হচ্ছে। পাশাপাশি দ্রব্যমূল্যেরসাথে সঙ্গতি রেখে প্রতি অর্থ বছরই ভাতার টাকার পরিমাণ বাড়ানো হচ্ছে।

সমাজসেবা দপ্তরের ভাতাপ্রাপ্তি ও বিতরণেও রয়েছে আন্তরিকতার ছোঁয়া। যার ফলে দুস্থ দরিদ্র মানুষের শিকার হতে হয় না কোনো ভোগান্তির । নিজেদের ভাগ্যের চাকা ঘুরিয়ে এইসব মানুষ এখন স্বপ্ন দেখতে শুরু করেছে নতুন দিনের ।

সুবিধা বঞ্চিত মানুষদের জীবন মান উন্নয়নের লক্ষ্যে এইভাবেই বিভিন্ন উপজেলায় চলছে সেবা কার্যক্রম । সরকারের এমন প্রচেষ্টা অব্যাহত থাকলে সামনের দিনগুলিতে কমে আসবে বৈষম্য এমনটা মনে করে সাধারণ মানুষ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *