ঠাকুরগাঁওয়ে  শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীদেরকে সরকারিকরণের দাবিতে মানববন্ধন 

মোঃ জানে আলম শেখ, ঠাকুরগাঁও :

 

ঠাকুরগাঁওয়ে কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান অত্যাবশ্যকীয় দৈনিক হাজিরা ভিত্তিক কর্মচারীদেরকে নিয়োগের তারিখ হতে সরকারিকরণের দাবিতে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখা।

 

মানববন্ধনে আরাফাত হোসেনের সভাপতিত্বে দাবি আদায়ের বজ্রকন্ঠে বক্তব্য রাখেন মজিবর রহমান, সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটি, তিনি বলেন সকল সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত অত্যাবশ্যকীয় /দৈনিক হাজিরা ভিত্তিক কর্মচারীদেরকে নিয়োগের তারিখ হতে সরকারিকরণ করতে হবে চাকুরী। সরকারীকরণের পূর্ব পর্যন্ত সরকারি স্কেল অনুযায়ী বেতন ভাতাদি প্রদান করতে হবে।বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের ঠাকুরগাঁও  জেলা শাখার বক্তারা বলেন আউটসোসিং নিয়োগ প্রথা বাতিল করতে হবে, টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল চায় করতে হবে এই শ্লোগানকে সামনে রেখে বক্তারা ৫ দফা দাবিতে মানববন্ধন করেছেন। বক্তারা বলেন, দুর্গম অরণ্য পাহাড়ি অঞ্চল হাওর ,বাওর  সামুদ্রিক অঞ্চলে কর্মরতদের প্রাকৃতিক বিপর্যয়ের মুখে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হয় বিধায় তাদের জন্য মূল বেতনের ৪০% সর্বনিম্ন ৫ হাজার টাকা ভাতা প্রদান। এছাড়া গাড়িচালক ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের নেই মাসিক বেতনের সাথে ৩০০০ টাকা হারে ভাতা প্রদান একই সাথে বিভাগসহ হাসপাতালে স্বাস্থ্যকর্মী , টেকনিশিয়ান গাড়িচালকসহ বিভিন্ন দপ্তরে কর্মরত ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত কর্মচারীদের বেতন ভাতা প্রদানসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বেসরকারি সংস্থার সদস্যদের ন্যায্যমূল্যে মানসম্মত এবং কর্মচারীদের সন্তানদের জন্য ৪০% জোর দাবি জানিয়েছেন মানববন্ধন শেষে বক্তারা প্রধানমন্ত্রী বরাবর ঠাকুরগাঁও জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *