নিখোঁজের ৮ দিনেও সন্ধান মেলেনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কুশল মাহমুদের

জানে-আলম শেখ, ঠাকুরগাঁও :

 

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি-পানি এবং পরিবেশ বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র কুশল মাহমুদ সীন (২০) গত আটদিন যাবৎ নিখোজ।সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের আবাসিক ছাত্র।

 

সীন বিশ্ববিদ্যালয় থেকে ফেব্রুয়ারি মাসে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার পারুয়া গ্রামের নিজ বাড়ীতে আসে।তখন থেকে বাড়িতেই অবস্থান করছিল সে।গত ৩০ এপ্রিল নিজ বাড়ি থেকে তাকে খুজে পাওয়া যাচ্ছেনা।

 

পারিবারিক সূত্রে জানা গেছে, সীন বাড়িতেই অবস্থান করা কালীন তার অস্বাভাবিক কোন কিছু লক্ষ্য করা যায়নি।সে নিয়মিত নামাজ পড়তো,তবে কথা কম বলতো। তার বন্ধু ও সহপাঠীদের নিকট খবর দেওয়া হয়েছে,তারাও তাকে খোজার চেস্টা করছে।তাকে খুজে না পাওয়ায় বালিয়াডাঙ্গী থানায় জিডি করা হয়েছে।

 

নিখোজ সীন বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ পান্নার ছেলে।

 

বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ এবি এম সাজেদুর রহমান জানান,থানায় সীন নিখোজের জিডি করেছে তার বাবা।আমরা সীনের ব্যপারে খোজ নিয়েছি,সে সেমিস্টার ড্রপ করায় তার বাবা বকা দিয়েছে বলে সে নিজ ইচ্ছায় ব্যাগ গুছিয়ে চলেগেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *